Type Here to Get Search Results !

গাজায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত যুদ্ধ বিরতি, নেতানিয়াহুর নিন্দা 

গাজায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত যুদ্ধ বিরতি, নেতানিয়াহুর নিন্দা 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত যুদ্ধ বিরতির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভিরও। এক বার্তায় তিনি বলেছেন, এই সিদ্ধান্ত যারা নিয়েছে- তারা নির্বোধ এবং তাদের চাকরিচ্যুত করা উচিত।

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত যুদ্ধ বিরতির নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভিরও।

রবিবার (১৬ জুন) ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে কৌশলগত এই বিরতি ঘোষণা করেছে প্রতিরক্ষা বাহিনী।

যুদ্ধ বিরতির সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা সামরিক তৎপরতা বন্ধ থাকবে। এই সময়সীমায় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দীন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে। 

এর আগে রোববার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট কো অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, গাজা উপত্যকায় গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে উপত্যকার দক্ষিণাঞ্চলে কৌশলগত যুদ্ধ বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন, রবিবার সকালে যখন নেতানিয়াহু শুনলেন যে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন ১১ ঘণ্টা বিরতির সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এবং ইতোমধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে, তিনি তার সামরিক সচিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপ তার খুবই অপছন্দ হয়েছে এবং এটি তার কাছে অগ্রহণযোগ্য। 

অন্যদিকে, এক বার্তায় ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভির বলেছেন, এই সিদ্ধান্ত যারা নিয়েছে- তারা নির্বোধ এবং তাদের চাকরিচ্যুত করা উচিত। তবে জাতিসংঘ এই কৌশলগত বিরতিকে স্বাগত জানিয়েছে।  

বাংলাদেশ জার্নাল/কেএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/270107/গাজায়-ইসরাইলি-প্রতিরক্ষা-বাহিনীর কৌশলগত-যুদ্ধ-বিরতি-নেতানিয়াহুর-নিন্দা 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.