Type Here to Get Search Results !

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি: ইউএনডিপি

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করছি: ইউএনডিপি

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্টেফান লিলার বলেন, নির্বাচনে সহায়তা দেয়ার জন্য গত ডিসেম্বরে আমাদের অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেয়া যায় সেজন্য ইউএন’র একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করেছে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রথামিক কিছু আলোচনা করেছি। এক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের জন্য ইসিকে শক্তিশালী করা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালী করা, যেমন- ভোটার নিবন্ধন, ভোটার নিবন্ধন প্রচার, ভোটার শিখন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করা নেই।

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি-না, এমন প্রশ্নের জবাবে স্টেফান লিলার বলেন, এটা নিয়ে মন্তব্য করা আমার বিষয় না।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/284246/অবাধ-সুষ্ঠু-নির্বাচনের-জন্য-সহযোগিতা-করছি-ইউএনডিপি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.