Type Here to Get Search Results !

সমন্বয়কদের সঙ্গে মতবিনিময়ে আন্দোলনে হতাহত পরিবার

সমন্বয়কদের সঙ্গে মতবিনিময়ে আন্দোলনে হতাহত পরিবার

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

বাংলাদেশ

প্রতিনিধি

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

বিভাগীয় ও জেলায় সফরের অংশ হিসেবে আজ রোববার সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়।

পরে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের একটি রেস্তোরাঁয় গেল ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত তিন জনের পরিবারের সদস্যসহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত ছয় জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নিয়ে সমবেদনা জানান তাঁরা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি, আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল ও সিরাজ সরদারের ছেলে নূর মোহাম্মদ ডিপজল। এ ছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত শতাধিক ছাত্র-জনতা।

এ ছাড়া আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকায় নিহত হয়েছে মুন্সিগঞ্জের আরও ছয় জন। 

এদিকে বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/275171/সমন্বয়কদের-সঙ্গে-মতবিনিময়ে-আন্দোলনে-হতাহত-পরিবার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.