Type Here to Get Search Results !

বিসিবির ভাবনায় সাকিব-তামিম

বিসিবির ভাবনায় সাকিব-তামিম

ক্রীড়া ডেস্ক

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল গঠন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি দুই খেলোয়াড়ের জন্য অপেক্ষা করছে। একজন হলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এবং আরেকজন হলেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই জনেই বর্তমানে বিভিন্ন বিভিন্ন কারণে রয়েছেন দলের বাহিরে।

তবে তাদের নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল গঠন করতে চায় নির্বাচকরা। কিন্তু তার জন্য করতে হবে অপেক্ষা। তামিম চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য চেয়েছেন সময় আর দলে জায়গা পাওয়ার জন্য সাকিবের ভাগ্য রয়েছে ঝুলে।

হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হবে ১০ মার্চ। এই মেগা ইভেন্টের আসরকে সামনে রেখে দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। ইতিমধ্যে ইংল্যান্ড সবার আগে তাদের এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাকী দলগুলোও প্রায় প্রস্তুতি সাড়ছে দল গঠনের। 

তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় ১৬ মাস পর  হুট করেই এই অভিজ্ঞ ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। তাকে দলে নিতে এক পায়ে খাড়া নির্বাচক কমিটি, শুধু তামিমের হ্যাঁ বলা বাকি। 

২০২৩ সালের জুলাই মাসে অধিনায়ক থাকা অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা দেন তামিম। তার অবসর ঘিরে এরপর চলতে থাকে চূড়ান্ত নাটকীয়তা।

এরপর তখনকার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তার বিরোধ তৈরি করে তুমুল আলোচনা, নানান ঘটনাপ্রবাহের মধ্যে পরে বিশ্বকাপ স্কোয়াডে থাকেননি তিনি। আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি সংস্করণ ছাড়লেও তামিমের টেস্ট ও ওয়ানডে খেলা তখন থেকে এখনো ঝুলন্ত। মাঝে মধ্যেই তাকে ফেরানো নিয়ে আলোচনা উঠে, তাতে একই কথার পুনরাবৃত্তি হয়েছে বহুবার।

এই ব্যাপারে আগের বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন অনেকবারই কথা বলেছেন, তবে স্পষ্ট হয়নি কিছুই। বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদও নির্দিষ্ট করে কিছু বলেননি। নিজের ফেরার সম্ভাবনা ধোঁয়াশায় রেখে দেন তামিম নিজেও। একাধিকবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলেই তিনি এড়িয়ে গিয়ে উত্তর দিয়েছেন।

বুধবার আবার এই ইস্যু এসেছে আলোচনায়। সিলেটে গিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দুই দফা সভা করেন তামিমের সঙ্গে। সেখানে তিনি তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আহবান জানান। এই অনুরোধ বিবেচনা করে সময় চেয়েছেন তামিম। 

অন্যদিকে তামিম ইকবালের পর সাকিব আল হাসানের প্রসঙ্গে লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সে যে প্রথম পরীক্ষাটা দিলো (বোলিং অ্যাকশন) সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। যেটা খুবই অবাক করার মত। আবার এখানে আরেকটু পরিষ্কার জানতে হবে যে তিনি আরেকটা পরীক্ষা দিয়েছেন সেখানে তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা এবং বর্তমানে তার মানসিক পরিস্থিতির অবস্থা।’ 

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল আইসিসিতে পাঠাতে হবে বিসিবিকে। নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে চাইলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসা এক ভিডিওতেও তামিমকে এ রকম কথা বলতে শোনা গেছে।

গাজী আশরাফ বলেন, আশা করছি দুই-এক দিনের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে।

বাংলাদেশ জার্নাল/এনবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/282511/বিসিবির-ভাবনায়-সাকিব-তামিম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.