Type Here to Get Search Results !

বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান ফখরুলের 

বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান ফখরুলের 

নিজস্ব প্রতিবেদক

‘আন্দোলন-সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে’ জানিয়ে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে 'রাজবন্দীর জবানবন্দী' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ্’র সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।

মির্জা ফখরুল বলেন, কী দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কী দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে, এটা কিন্তু এতোটুকু সুস্থ ব্যাপার না। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো তখনি টিকে থাকবা, যখন তুমি এটাকে সেটেল (স্থির) করতে পারবে , স্টেবিলিটি (স্থিতিশীলতা) আসবে।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কার অবশ্যই লাগবে, সংস্কারের পিছনে যে শক্তিটা লাগবে, সেটা একটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট। নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে লেজিতিমিসি (বৈধতা ) দিতে পারবো না আমরা। তাই আমরা সেসব বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্কে বেশি না জড়াই।

তিনি বলেন, দেশের সমস্ত গণতন্ত্রকামী ও স্বাধীনতা দাবি করা মানুষদেরা তারা ঐক্যবদ্ধ থাকবে, বিভাজিত হবে না। সকল পর্যায়ে রাজনৈতিক কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। কিছু মানুষ ডেসপারেড হয়ে গেছে, দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে। এমন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই মামলা থেকে পুরোপুরি মুক্ত হবেন, তখন তিনি দেশে উপস্থিত হবেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/282513/বিভক্তির-রাজনীতি-নয়-ঐক্যের-আহ্বান-ফখরুলের 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.