Type Here to Get Search Results !

সাঈদ খোকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সাঈদ খোকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মো. সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ এবং তার স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের ৪ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও তাদের পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। 

দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরী বলে জানায় দুদক।

এ ছাড়াও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, ২ ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/281489/সাঈদ-খোকনের-বিদেশ-যাত্রায়-নিষেধাজ্ঞা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.