Type Here to Get Search Results !

তুরস্কে বারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

তুরস্কে বারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি গোলা বারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির বালিকেসির প্রদেশের কারেসি জেলায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটের দিকে ক্যাপসুল উৎপাদন সেকশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বালিকেসার প্রদেশের গভর্নর ইসমাইল উসতাগলু বলেন, বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত চারজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের এই ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র , বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/281534/তুরস্কে-বারুদ-তৈরির-কারখানায়-বিস্ফোরণ-নিহত-১৩

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.