তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে সাকিব-মামুন
নিজস্ব প্রতিবেদক :: own-reporterরাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দেশ টিভির রিপোর্টার সাহেদুজ্জামান সাকিব সভাপতি ও দৈনিক সংবাদের মামুনুর রশীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালবেলার এইচএম মাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক সোনালী নিউজের সাব্বির হোসেন, অর্থ সম্পাদক আমার সংবাদের মিয়া আমিরুল ইসলাম , নারী বিষয়ক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কলেজ প্রতিনিধি মাহমুদা আক্তার ও দফতর সম্পাদক পদে ডেইলি ক্যাম্পাসের আমান উল্যাহ আলভী নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. শফিক মিয়া ও আরিফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান৷ পাশাপাশি সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তাওসিফ মাইমুন।
প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছর পর পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
বাংলাদেশ জার্নাল/এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/280032/তিতুমীর-কলেজ-সাংবাদিক-সমিতির-নেতৃত্বে-সাকিব-মামুন