Type Here to Get Search Results !

আমরা ছাত্রদের কঠোরভাবে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা ছাত্রদের কঠোরভাবে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনরাই বলবেন, আমরা আগের সরকারের মত হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করেন মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে, ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এ জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকারের মত ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, আমরা কাদের ওপর কঠোর হবো।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/280068/আমরা-ছাত্রদের-কঠোরভাবে-দমন-করতে-চাই-না-স্বরাষ্ট্র-উপদেষ্টা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.