ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশন ও এনএলজে হাই স্কুলের মধ্যে সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক :: own-reporterসম্প্রতি ড্রিম অ্যালাইভ ফাউডেশন এবং এনএলজে হাই স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে সই করেন ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মুর্তুজা আহমেদ খান এবং স্কুল পরিচালনা কমিটির পক্ষে স্কুলের প্রধান শিক্ষক আখতার উজ্জামান (কমিটির সাধারণ সম্পাদক)।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা ও এনএলজে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম শওকত আলী।
তিনি ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশনকে বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সাফল্যের আশা প্রকাশ করেন। ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশন এইচ এ কালাম ফাউন্ডেশন, ইউএসএ এর অর্থায়নে স্কুল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রাক্তন বিদ্যালয়ের শিক্ষক জনাব আসলাম আরসালান, জনাব আইয়ুব আলী তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মূর্তুজা আহমেদ খান বলেন, তিনি কমিটির কাছ থেকে বিদ্যালয়ের উন্নয়ন, ভালো ফলাফল, প্রশিক্ষিত শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনের যাত্রায় অন্যদের সাথে প্রতিযোগিতা করার মতো স্তরে গড়ে তোলার প্রত্যাশা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন- বিদ্যালয় কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল, সদস্য নজরুল ইসলাম টিপু, সদস্য মোঃ রাজু, সদস্য মোঃ ইরফান খান বাবর ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। কমিটির সভাপতি আধুনিক শিক্ষা ও সত্যের আলোর পথে একসঙ্গে চলার প্রতিশ্রুতি দেন।
এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/279805/ড্রিম-অ্যালাইভ-ফাউন্ডেশন-ও-এনএলজে-হাই-স্কুলের-মধ্যে-সমঝোতা-স্মারক-সই