Type Here to Get Search Results !

ফ্যাসিবাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধে ঢাবিতে কফিন মিছিল

ফ্যাসিবাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধে ঢাবিতে কফিন মিছিল

ঢাবি প্রতিনিধি

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা’ নামে একটি সংগঠন।

বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনাতয়নের (টিএসসি) পায়রা চত্বরে শেখ হাসিনা এবং রাশেদ খান মেননের কফিনের প্রতিকৃতি সামনে রেখে মিছিল করে তারা।

এসময় মিছিলে অংশ নেয়া ছাত্রজনতা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

কফিন মিছিলে ছাত্রজনতা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেন আগামীতে নির্বাচনে অংশ নিতে না পারে সেবিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতার প্রধান সংগঠক বিন ইয়ামিন মোল্লা।

এসময় বিন ইয়ামিন মোল্লা বলেন, ফ্যাসিবাদের হামলায় জুলাই-আগস্টে যারা হারিয়ে গেছে তারা আর কখনো ফিরবে না। তাহলে ফ্যাসিবাদ কেন আবার ফিরে আসবে। ফ্যাসিবাদী শক্তির প্রতি বড় বড় রাজনৈতিক দলগুলো দুহাত বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের এমন স্বপ্ন এই বাংলাদেশে আর কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইউনূস গতকাল বলেছেন, বিএনপি একটি বড় দল হিসেবে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের রায় দিয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কে মেন্ডেট দিয়েছে? আহত ও শহীদদের ম্যান্ডেট হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের দোসররা স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনো আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। অথচ আমাদের শুনতে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আন্দোলনের স্পিরিট ধরে রাখতে, দেশের উন্নয়নের স্বার্থে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান জানান উপদেষ্টাদের।

‘আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসররা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যে ছাত্রজনতা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারা চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। এই বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে স্পষ্ট বিবৃতি চাই।’

আন্দোলনের অন্যতম সংগঠক জিয়াউর রহমান জিয়া তার বক্তব্যে বলেন, আমরা ফ্যাসিস্ট তাড়ানোর ১০০ দিন পার হওয়ার পরও ফ্যাসিবাদরা উঁকিঝুঁকি করছে। বিভিন্ন ধরনের কার্যক্রম করছে। উপদেষ্টা পরিষদেও যুক্ত হচ্ছে। তাদের কবর দেয়ার জন্য ছাত্রজনতা আবারও এক হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/279747/ফ্যাসিবাদের-রাজনৈতিক-অপতৎপরতা-নিষিদ্ধে-ঢাবিতে-কফিন-মিছিল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.