Type Here to Get Search Results !

হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না

হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সরকার পতনের আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন জড়িত ছিল বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। সরকার পতনের আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন জড়িত ছিল বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে দপ্তরের উপ প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

দপ্তরের উপ প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।’ এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যুক্ত প্রস্তুত বলেও জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলন ও গণতান্ত্রিক নির্বাচন প্রসঙ্গে বেদান্ত প্যাটেল বলেন, আমরা বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারে সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী ও প্রস্তুত। কারণ অন্তবর্তী সরকার জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ করার চেষ্টা করছে। এর বাইরে আর কিছু বলতে আমি আগ্রহী নই।’

ভারতীয় সংবাদমাধ্যম বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিতের বিষয়ে প্যাটেল বলেন, প্রতিবেদনগুলো আমার চোখে পড়েনি। তবে আমি নিশ্চিত যে সেগুলো সত্য নয়। আর সত্য নয় বলেই হয়তো সেগুলো দেখিনি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/275321/হাসিনা-সরকার-উৎখাতে-যুক্তরাষ্ট্রের-কোনো-ভূমিকা-ছিল-না

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.