Type Here to Get Search Results !

পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: খেলাফত মজলিস

পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: খেলাফত মজলিস

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা কোনভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না।

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার (২৩ আগস্ট) খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল বাছিত আজাদ বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সাথে সাথে সকল রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব জাহাঙ্গীর হোসাইনের, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

সমাবেশের আগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়কে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা মহানগরী ছাড়াও সিলেট মহানগরী, বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, রংপুর মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/274166/পানির-ন্যায্য-হিস্যা-আদায়ে-আন্তর্জাতিক-আদালতে-যেতে-হবে-খেলাফত-মজলিস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.