Type Here to Get Search Results !

শ্রীপুর পৌর মেয়রের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

শ্রীপুর পৌর মেয়রের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রীপুর পৌরসভার সচেতন নাগরিক। 

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রীপুর পৌরসভার সচেতন নাগরিক। 

আজ সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভা কার্যালয়ের সামনে সচেতন নাগরিকের ব্যানারে তারা মানববন্ধন করে।

এসময় বক্তরা বলেন, গত ২০ বছরে পৌর মেয়র আনিছুর রহমান দুর্নীতি-অনিয়ম, লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় পৌরসভা পরিচালনা করছেন। তারা বলেন, যদি দলের মধ্যে থেকেও কোন দুর্নীতি হয় তাদেরকেও ছাড় দেয়া হবে না। 

অপরকিল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা জমে থাকা, হোল্ডিং টেক্স, জন্ম-মৃত্যু সনদ, পানি সাপ্লাই, বিভিন্ন শিল্প কারখানা থেকে ঘুষ গ্রহণ করে ট্রেড লাইসেন্স দেয়াসহ নানা অনিয়ম করে পৌসভাকে দুর্নীতি আখড়া হিসেবে পরিচিত করে ফেলেছে পৌরবাসীর কাছে।

পৌর যুবদলের নেতা সেলিম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ-কৃষি সম্পাদক শরীফ সিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ন সম্পাদক টিপু সুলতান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বাতেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহেল ফকির, উপজেলা যুবদলের নেতা রাজীব হোসেন প্রমুখ।

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের মোবাইল বন্ধ পাওয়ায় এসব বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/273907/শ্রীপুর-পৌর-মেয়রের-পদত্যাগ-দাবিতে-বিক্ষোভ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.