Type Here to Get Search Results !

রাজধানীতে হিট স্ট্রোকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে হিট স্ট্রোকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই গরমে হিট স্টোকে আক্রান্ত হচ্ছে সব শ্রেণীর মানুষ। দিন দিন গরমের মাত্রা বাড়ছে অন্যদিকে হিট স্ট্রোকে মানুষের মৃত্যুও বাড়ছে।

এদিকে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি মারা যান। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তার স্বজনরা।

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক আসিফ বিন আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে মারা গেছেন বলে তার পরিবার ও স্বজনরা ধারণা করছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

এদিকে ইশতিয়াক ওয়ারেছ তূর্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকে ছায়া নেমে আসে। তবে তীব্র গরমের কারণে তার লাশ ক্যাম্পাসে আনা হয়নি। তূর্যের বাবা ওয়াহিদুজ্জামান মিনু আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। বাবার একমাত্র সন্তান ছিলেন তূর্য।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে তার লাশ নিজ জেলা সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সিরাজগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা হয়। তীব্র তাপপ্রবাহে গত ২১ এপ্রিল থেকে অনলাইনে ক্লাস নিচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির অনলাইন ক্লাসই চলমান থাকবে।

বাংলাদেশ জার্নাল/টিআর 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/267007/রাজধানীতে-হিট-স্ট্রোকে-বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীর-মৃত্যু

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.