Type Here to Get Search Results !

আফগানিস্তানে বাস-তেলের ট্যাংকার সংঘর্ষ, নিহত ২১

আফগানিস্তানে বাস-তেলের ট্যাংকার সংঘর্ষ, নিহত ২১

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন।

রোববার (১৭ মার্চ) সকালে হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় দুর্ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হেলমান্দ প্রদেশের ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ জানিয়েছেন, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মাঝামাঝি প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। আজ সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

হেলমান্দের পুলিশ প্রধানের একজন মুখপাত্র জানান, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। সড়কের ভঙ্গুর অবস্থা ও চালকদের খামখেয়ালিপনার কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

হেলমান্দের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংঘর্ষের কারণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য অধিদপ্তরের দেয়া ছবিতে মহাসড়কজুড়ে পোড়া, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব ও চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া তেলের ট্যাংকারের কেবিন পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে পরিচ্ছন্নতাকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/264263/আফগানিস্তানে-বাস-তেলের-ট্যাংকার-সংঘর্ষ-নিহত-২১

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.