Type Here to Get Search Results !

সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ মেজর (অব.) হাফিজ: মঈন খান

সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ মেজর (অব.) হাফিজ: মঈন খান

সরকার এই নির্বাচনের আগে একটি প্রকল্প নিয়েছিল, তারপর সে প্রকল্পে ফেল করলে আরও প্রকল্প নিয়েছিল। হাফিজ সাহেবকে নিয়ে গণমাধ্যমে যেটি এসেছে সেটি সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ।

নিজস্ব প্রতিবেদক

সরকার এই নির্বাচনের আগে একটি প্রকল্প নিয়েছিল, তারপর সে প্রকল্পে ফেল করলে আরও প্রকল্প নিয়েছিল। হাফিজ সাহেবকে নিয়ে গণমাধ্যমে যেটি এসেছে সেটি সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ।

সোমবার (১৮ মার্চ ) সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি'র বাসায় গিয়ে তার খোঁজ খবর নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন তিনি সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার এর বাসায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। সেই সাথে তার পরিবারের খোঁজ খবর নেন।

মঈন খান বলেন, সরকার একটা প্রহসন করে, একটা নির্বাচনের নাটক মঞ্চায়িত করেছে। সরকারের পক্ষ থেকে আত্মস্বীকৃত নির্বাচন বলে প্রমাণ হয়ে গেলো।

আমাদের বন্ধু রাষ্ট্রের সহায়তা তো আমরাও চাই এমন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ যদি এক দলীয় শাসনের জন্য আমাদের বন্ধু রাষ্ট্রের সহায়তা চায়। আমরা কিন্তু বন্ধু রাষ্ট্রের সহায়তা চাই একটি ভিন্ন কারণে। সেটি হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য। আমরা তো কারো সঙ্গে কোন শত্রুতা চাই না।

বাংলাদেশের মানুষের একটি আকাংখা হলো গণতন্ত্র। এছাড়া দ্বিতীয় কোন আকাংখা নেই জানিয়ে তিনি বলেন, সে কথা সরকার স্বীকার করুক আর নাই করুক।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকার যে অপচেষ্টা করেছিল সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেটি প্রমাণিত হয়েছে। সরকার এই নির্বাচনের আগে একটি প্রকল্প নিয়েছিল, তারপর সে প্রকল্পে ফেল করলে আরও একটি প্রকল্প নিয়েছিল। হাফিজ সাহেবকে নিয়ে গণমাধ্যমে যেটি এসেছে সেটি সরকারে ব্যর্থ প্রকল্পের বহিঃপ্রকাশ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এসএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/264351/সরকারে-ব্যর্থ-প্রকল্পের-বহিঃপ্রকাশ-মেজর-(অব.)-হাফিজ-মঈন-খান

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.