Type Here to Get Search Results !

পেঁয়াজের দাম নিয়ে যা বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ে যা বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে। সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মৌসুমের এ সময়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়। এ সময়ে এসে দাম এত বেশি কেন- জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে।

কৃষক আদৌ দাম পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জেনেছি, কৃষক এবার পেঁয়াজের ভালো দাম পেয়েছে। এবার ভালো দাম পেয়েছে বলে আগামীতে তারা পেঁয়াজ উৎপাদনে আরও আগ্রহী হবেন।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সামগ্রিক সব নির্দেশনা দেয়া হয়েছে। তাদের বাজার মনিটরিংয়ের ওপর জোর দিতেও বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/business/263109/পেঁয়াজের-দাম-নিয়ে-যা-বললেন-বাণিজ্য-প্রতিমন্ত্রী

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.