Type Here to Get Search Results !

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

আজ শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার। বিশেষ এই দিনে জুমার নামাজ পড়তে তাই ঢল নেমেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার। বিশেষ এই দিনে জুমার নামাজ পড়তে তাই ঢল নেমেছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজে অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। আজানের পর পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

এক মুসল্লি বলেন, রোজার প্রথম জুমা আজ তাই আগেই চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আরেকজন বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করে চলে এসেছি।

শুক্রবার (১৫ মার্চ) পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের চতুর্থ রোজায় পড়েছে বরকতময় এ জুমা।

নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/264090/রমজানের-প্রথম-জুমায়-মুসল্লিদের-ঢল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.