Type Here to Get Search Results !

আইপিএল খেলবেন না আর্চার

আইপিএল খেলবেন না আর্চার

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। ২০২৪ সালের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন ভালো পারফর্ম করতে পারেন আর্চার, সেটি নিশ্চিতের জন্যই সামনের মৌসুমে আইপিএলে তাকে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রীড়া ডেস্ক

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। ২০২৪ সালের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন ভালো পারফর্ম করতে পারেন আর্চার, সেটি নিশ্চিতের জন্যই সামনের মৌসুমে আইপিএলে তাকে খেলার অনুমতি দেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি মূলত চাইছে, আর্চার যেন আইপিএলের টুর্নামেন্টে খেলে বাড়তি চাপে না পড়েন। তাই আইপিএলের আগামী আসরের নিলামে ১ হাজার ক্রিকেটারের মধ্যে ৩৪ ইংলিশ ক্রিকেটার থাকলেও নাম নেই আর্চারের। রয়েছে- মঈন আলি, জস বাটলার, স্যাম কারেন ও লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটারদের নাম। তবে আইপিএলের আগামী আসরে খেলবেন না জো রুট ও বেন স্টোকস।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন এই পেসার। তাই এই বোলারকে নিয়ে নতুন করে কোনো রিস্ক নিতে চায় না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের কথামতো আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলাম থেকে নিজের নাম তুলে নেন আর্চার।

গত কয়েক বছরে আইপিএলে আর্চারকে নিয়ে নাটকীয়তাও কম হয়নি। মূলত তার গতির কারণে ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকার শীর্ষে জোফরা আর্চার। একটি ম্যাচও খেলতে পারবেন না জেনেও গত ২০২২ মৌসুমে তাকে বড় অঙ্কে কিনে নিজেদের দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

এরপর সর্বশেষ ২০২৩ মৌসুমে আইপিএলে তাকে দলে ধরে রাখে মুম্বাই। কিন্তু এই বছরও দুর্ভাগ্যজনকভাবে তাকে পড়তে হয় চোটের কবলে। তাই আসন্ন ২০২৪ মৌসুমে দেখা যাবে না এই ইংলিশ স্পিড স্টারকে।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/254938/আইপিএল-খেলবেন-না-আর্চার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.