Type Here to Get Search Results !

মাস্কাটে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

মাস্কাটে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমানের মাস্কাটে অনুষ্ঠাতব্য অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) আইওসি সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যক দ্য হিন্দু।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানায়, রোববার ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠক হবে।

খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা বার্ষিক এই সম্মেলনে যোগ দেবেন।

এর আগে গত ডিসেম্বর মাসে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় সেটাই ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/284503/মাস্কাটে-বৈঠকে-বসছেন-তৌহিদ-জয়শঙ্কর

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.