Type Here to Get Search Results !

৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড, ঢাকার সংগ্রহ ১৭৪

৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড, ঢাকার সংগ্রহ ১৭৪

ক্রীড়া ডেস্ক

নতুন বছরের শুরুতেই শৈত্যপ্রবাহে নাকাল পুরো দেশ। সেই সঙ্গে ভর দুপুরেও রাজধানী ঢাকায় সূর্যের দেখা মেলেনি। হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা নতুন বছরের প্রথম দিনে মুখোমুখি ঢাকা ক্যাপিটলাস ও দুর্বার রাজশাহী। 

মিরপুরে টি-টোয়েন্টি উৎসবের প্রথম ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারালেও স্কোরবোর্ডে রাজধানীর দলটি তুলেছিল ৫৬ রান। মাঝে রানের গতি কমে গেলেও শেষদিকে শুভম রঞ্জনের আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ফ্র্যাঞ্চাইজি ৯ উইকেটে ১৭৪ রান তুলেছে। বল হাতে একাই ৭ উইকেট শিকার করে আগুন ঝরান রাজশাহীর তাসকিন আহমেদ। নিজের এই বোলিংয়ের মাধ্যমে বিপিএলে ছাড়িয়ে গেছেন সবাইকে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বলে উইকেট হারায় ঢাকা। শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। তাসকিনের অতিরিক্ত বাউন্সার সামলাতে ব্যর্থ হয়ে খোঁচা মারেন লিটন। প্রথম স্লিপে বল তালুবন্দি করেন ইয়াসির আলী রাব্বি।

তাসকিনের তোপ সামলে ভালো ব্যাটিং করেছেন স্টিফেন স্কিনাজি ও শাহাদাত হোসেন দিপু। মধ্যে থিসারা পেরেরা, রাঞ্জানার ব্যাটে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হতে পারে ভেবেই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। দলের ১৪ রানে সাজঘরে ফিরে যান লিটন দাস ও তানজিদ তামিম। আগের ম্যাচে রানে ফেরার আভাস দেওয়া লিটন এদিন রানের খাতা খুলতে পারেননি। তানজিদ ফিরে যান ৯ রান। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটার স্কিনাজি ও চট্টগ্রামের ছেলে দিপুর ব্যাটে ৭৯ রান যোগ করেন।

৩০ বছর বয়সী স্কিনাজি ২৯ বলে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন এই ব্যাটার। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা দিপুর ব্যাট থেকে আসে ৪১ বলে ৫০ রানের ইনিংস। তিনি সাতটি চারের শটে ওই রান করেন। 

শেষ দিকে থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার অধিনায়ক দুটি ছক্কা ও একটি চারের শট মারেন। শুভাম রঞ্জানে খেলেন ১৩ বলে ২৪ রানের ইনিংস। এছাড়া আলাউদ্দিন বাবু ১৩ রান যোগ করেন। 

জাতীয় দলের পেসার তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। যেকোন পর্যায়ে সাদা বলে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিন ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট  ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যা ছিল ৩১ রানে ৫ উইকেট। 

তাসকিন নিজের এই বোলিংয়ের মাধ্যমে বিপিএলে ছাড়িয়ে গেছেন সবাইকে। হয়ে গেছেন এই টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাক পেসার মোহাম্মদ আমির। তিনি ১৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/282095/৭-উইকেট-নিয়ে-তাসকিনের-বিশ্বরেকর্ড-ঢাকার-সংগ্রহ-১৭৪

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.