ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫
বাংলাদেশ
প্রতিনিধিফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তিনজন ঘটনাস্থলে ও বাকি দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাচপুরা রেলক্রস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরও দুজন। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল গেটটিতে কোনো রেল ক্রসিংবার এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে উঠে পড়ে। এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে বেশ কিছুদূর গিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282398/ফরিদপুরে-ট্রেনের-ধাক্কায়-মাইক্রোবাস-খাদে-নিহত-৫