Type Here to Get Search Results !

সরকারের অনেকেই শিশু সুলভ বক্তব্য দেয়: দুদু

সরকারের অনেকেই শিশু সুলভ বক্তব্য দেয়: দুদু

নিজস্ব প্রতিবেদক

সরকারের অনেকেই শিশু সুলভ বক্তব্য দিচ্ছে জানিয়ে এসব বক্তব্য প্রত্যাহারের দাবি করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কী করলেন? এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোন কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কি জন্যে এসেছেন আপনারা? অনেকেই শিশু সুলভ বক্তব্য দেয়। এগুলো প্রত্যাহার করেন।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও সঙ্খা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন।

শিবিরকে উদ্দেশ্য করে দুদু বলেন, শিবির তো বলে তারা ছাত্রলীগের মধ্যে ছিল। তাহলে ছাত্রলীগ যাদেরকে পিটিয়েছে শিবিরও তাদেরকে পিটিয়েছে। আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে এসেছে। সে তো ছাত্রলীগে আবার যেতে পারবে না। কারণ ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এতো ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন। মানুষ তো আপনাদের এমনিই ভোট দিবে। এরশাদ পতন আন্দোলনের সময় মেইন ভূমিকা পালন করেছিল ছাত্রদল। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে। নির্বাচন হলে ওই হিসাবে তো আপনাদের জেতার কথা।

ডক্টর ইউনূসের উদ্দেশে দুদু বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোন কাজ করবেন না। আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়। আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার, কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় ও উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপিসহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাসির জামাল প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/282289/সরকারের-অনেকেই-শিশু-সুলভ-বক্তব্য-দেয়-দুদু

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.