রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিজস্ব প্রতিবেদকক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
প্রথম মামলায় শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় প্রধান আসামি হিসেবে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত মামলায়, শেখ হাসিনাকে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে।
এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউক বিভাগের কর্মকর্তাসহ মোট ৮ জন আসামি রয়েছেন।
অন্যদিকে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282781/রাজউকের-প্লট-দুর্নীতি-শেখ-হাসিনা-জয়ের-বিরুদ্ধে-পৃথক-২-মামলা