শিক্ষার্থী হত্যা মামলা: পুলিশের তানজিল-আকরামকে ট্রাইবুনালে হাজির করার নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং কনস্টেবল মো. আকরাম হোসেনকে আগামি ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং কনস্টেবল মো. আকরাম হোসেনকে আগামি ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে, গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তাইমের মা পারভীন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অন্য আসামিরা হলেন- এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ও এসআই শাহাদাৎ আলী।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে (২০) গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। এ ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হৃদয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাকে চড়-থাপ্পড় দেয়ার এক পর্যায়ে আকরাম হোসেন গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/282717/শিক্ষার্থী-হত্যা-মামলা-পুলিশের-তানজিল-আকরামকে-ট্রাইবুনালে-হাজির-করার-নির্দেশ