আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রভাষক ডা. আলী মুহাম্মদ আর নেই
জার্নাল ডেস্কআনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের প্রভাষক ডা. আলী মুহাম্মদ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাসিমুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী, পরিচালকবৃন্দ, ছাত্র/ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বাংলাদেশ জার্নাল/এমপি
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/280732/আনোয়ার-খান-মডার্ন-মেডিকেল-কলেজের-প্রভাষক-ডা.-আলী-মুহাম্মদ-আর-নেই