Type Here to Get Search Results !

মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি

মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি

প্রতিনিধি

মুন্সীগঞ্জে নিজের বাড়ির কাছে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লার চান্দিনা থানার কনস্টেবল রুহুল আমিন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রুহুল আমিন মুন্সীগঞ্জের গজারিয়া থানার আদারমানিক গ্রামের আবুল হকের ছেলে। তার এক কন্যা সন্তান রয়েছে।

রুহুলের স্ত্রী সুমি আক্তার বলেন, বাড়ির কাছের অটোস্ট্যান্ড থেকে রাতে বাসায় ফেরার পথে অচেনা ব্যক্তিরা রহুল আমিনের বাম হাতে দুটি এবং ঘাড়ে একটি গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ৩৮ বছর বয়সী কনস্টেবল রুহুল আমিন বাম হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জায়গা-জমি নিয়ে কনস্টেবল রুহুল আমিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এসব নিয়ে আগে মারামারি হয়েছে মামলাও হয়েছে।

ওসি আমিনুল আরও বলেন, প্রতিপক্ষের শটগানের গুলিতে রুহুল আহত হন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/281431/মুন্সীগঞ্জে-পুলিশ-কনস্টেবল-গুলিবিদ্ধ-ঢামেকে-ভর্তি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.