Type Here to Get Search Results !

সাফা কবিরের বিষয়ে যা বললেন তৌসিফ

সাফা কবিরের বিষয়ে যা বললেন তৌসিফ

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, আমরা মিডিয়াতে আসার আগে থেকে বন্ধু। সাফার জন্য যোগ্য পাত্র পেলে দয়া করে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। বিভিন্ন প্রডাকশন হাউজে গিয়ে আমরা যখন অডিশন দিতাম, অভিনয় করতে ইচ্ছা প্রকাশ করতাম তখন থেকে আমরা সকলে পরিচিত, প্রত্যেকে প্রত্যেকের পাশে ছিলাম।

দর্শকদের ভালোবাসা সবার আগে উল্লেখ করে তৌসিফ বলেন, আমার ক্যারিয়ার প্রায় ১২ বছরের এর মধ্যে ঠিকমতো ১০ থেকে ১২ টা অ্যাওয়ার্ড পাইনি। এমন মানুষদের চিনি যাদের কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড আছে। তারা আসলে দর্শকদের কতটুকু ভালোবাসা পেয়েছি তা আসলে জানিনা। দর্শকদের ভালোবাসা সবার আগে, আমি ভালোবাসার লোভী।

তার কথায়, আজকে আমি যেখানে আছি, সম্পূর্ণ এখানে থাকার কথা ছিল কারণ এটা আমার ডেসটিনি। আমি ভালো করেছি কী খারাপ করেছি এটা দর্শক বিবেচনা করুক। কেউ কোনো সিন্ডেকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করছে এটা বিশ্বাস করি না। সফলতা আসবেই সেটা আগে হোক বা পরে। 

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/281282/সাফা-কবিরের-বিষয়ে-যা-বললেন-তৌসিফ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.