বিশ্ববিদ্যালয়ের বাসে অতর্কিত হামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চায় জবি ছাত্রদল
প্রতিনিধিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসে গতকাল রোববার হামলার ঘটনা ঘটেছে। এতে জবির বাস চালক জগদীশসহ আরও অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় মহাখালীতে একতা পরিবহনের অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (৩০ ডিসেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।
বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ। একইসাথে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ জার্নাল/আরএইচ
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/281903/বিশ্ববিদ্যালয়ের-বাসে-অতর্কিত-হামলা-দৃষ্টান্তমূলক-শাস্তি-চায়-জবি-ছাত্রদল