Type Here to Get Search Results !

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলাদেশ

প্রতিনিধি

টাঙ্গাইলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫)। তিনি ওই সিএনজির চালক ছিলেন। অন্যজন হলেন- সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সিএনজিকে পেছন থেকে চাপা দেয় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণা করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় যাওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/281382/টাঙ্গাইলে-সড়ক-দুর্ঘটনায়-নিহত-২

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.