Type Here to Get Search Results !

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

ক্রীড়া ডেস্ক

মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপসের অসাধারণ বোলিংয়ে ম্যাচটি জিতে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। ফলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত।

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করে রোহিত শর্মার দল। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। এমন সমীকরণ নিয়ে মুম্বাই টেস্টে মাঠে নামে স্বাগতিকরা। শেষ ও তৃতীয় টেস্ট হারের কারণে ২৪ বছর পর ঘরের মাঠে ভারতের হোয়াইটওয়াশ হতে হলো। সবশেষ ২০০০ সালে ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সেই সিরিজটি ২-০ তে হেরেছিল ভারত।

এই সিরিজের আগে ভারতের মাটিতে মাত্র ২টি টেস্টে জয় ছিল নিউজিল্যান্ডের। ১৯৬৯ সালে নাগপুরের পর ১৯৯৮ সালে ওয়াংখেড়ে টেস্টে জিতেছিল তারা।

এদিন দিনের শুরুতেই অল আউট হয়ে যায় সফরকারীরা। মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নাজেহাল অবস্থা ভারতের। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারায় ৫ উইকেট। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১)। রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (১), বিরাট কোহলি (১) যসস্বি জয়সওয়াল (৫) ও সরফরাজ খান (১)।

এরপর ঋষভ পন্ত খানিকটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫৭ বলে তার করা ৬৪ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ৪২ রান খরচায় তিন উইকেট নেন গ্লেন ফিলিপস। এছাড়া একটি উইকেট শিকার করেন ম্যাট হেনরি।

এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।  ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে।

বাংলাদেশ জার্নাল/এমপি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/278771/২৪-বছর-পর-ঘরের-মাঠে-হোয়াইটওয়াশ-ভারত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.