Type Here to Get Search Results !

সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব ও দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নি এবং বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এসব আদেশ দেন। 

দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে জানতে পারে সংস্থাটির দেশের বর্তমান বাস্তবতায় এসব অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পলায়ন করতে পারেন। কাজেই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন বলে জানানো হয়।  শুনানি শেষে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিন, দুদকের উপপরিচালক সিরাজুল হক হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদন বলা হয়েছে, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য, ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয়সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধান শেষে মামলা রুজু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনটি করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। আবেদনে বলা হয়েছে, মো. নুরুল ইসলাম তালুকদার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাধ্যমে টিআর কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/278581/সাবেক-দুই-এমপির-দেশত্যাগে-নিষেধাজ্ঞা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.