Type Here to Get Search Results !

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফা রাজনৈতিক সংলাপ শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পর উপদেষ্টা পরিষদের সঙ্গে আরও কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ নেবে বলে জানা গেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার কিছু আগে প্রধন উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।

গত ২ অক্টোবর যমুনায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার থেকে উপদেষ্টা পরিষদ আবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।

এই সংলাপ চলবে এবং সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আলোচনায় যোগ দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/277004/প্রধান-উপদেষ্টার-সঙ্গে-বৈঠকে-বসেছে-বিএনপি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.