Type Here to Get Search Results !

শিক্ষার্থীদের অবরোধে যানজটে নাকাল রাজধানীবাসি

শিক্ষার্থীদের অবরোধে যানজটে নাকাল রাজধানীবাসি

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কগুলো এখন শিক্ষার্থীদের দখলে, যেখানে দাবি-দাওয়া নিয়ে চলমান অবস্থানে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। নীলক্ষেত মোড় থেকে আজিমপুর পর্যন্ত এবং সায়েন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত ছাড়িয়েছে গাড়ির সারি। এমন অবস্থায় উপায়ন্তর না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন মানুষজন।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের ফলে থমকে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সড়কগুলোতে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

বদিউর নামের এক পথচারী বলেন, কি বলব? আমাদের কি বলার আছে? সাধারণ মানুষ হিসেবে আমরা পড়েছি ঝামেলায়। এখানে অবরোধের কথা তো জানি না। ধানমন্ডি থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত এসেছি। শনির আখড়া যাব। বাসের জন্য কোন পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে তা বলতে পারি না।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে অধিভুক্তি বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে —

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/278502/শিক্ষার্থীদের-অবরোধে-যানজটে-নাকাল-রাজধানীবাসি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.