Type Here to Get Search Results !

বন্যাদূর্গতদের পাশে থাকবে বিএনপি

বন্যাদূর্গতদের পাশে থাকবে বিএনপি

রংপুর-গাইবান্ধাসহ বন্যাদূর্গতদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

রংপুর-গাইবান্ধাসহ বন্যাদূর্গতদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে। বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর ও গাইবান্ধা জেলায়ও ত্রাণ পাঠানো হবে।

বুধবার (২ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে কৃষিকে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সাথে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/276785/বন্যাদূর্গতদের-পাশে-থাকবে-বিএনপি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.