Type Here to Get Search Results !

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম কারাগারে

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী ওমর নুরুল আবসার হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরার জসিমউদ্দীন রোডের আরকে টাওয়ারের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ এয়ারলাইন্স লি. বিএটিটির শিক্ষার্থী ওমর নুরুল আবসার। এ ঘটনায় গত ৩১ আগষ্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ওমরের মা রুবি আক্তার।

এর আগে গত ১ অক্টোবর মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল। তার পূর্বে গত ১৪ আগস্ট সচিব মো. জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

তিনি চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এরই মধ্যে বিভিন্ন মামালায় কয়েক দফা রিমান্ড ভোগ করেছেন সাবেক এই আমলা।

বাংলাদেশ জার্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/277627/সাবেক-স্বরাষ্ট্রসচিব-জাহাংগীর-আলম-কারাগারে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.