Type Here to Get Search Results !

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় বাড়ছে উত্তেজনা

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় বাড়ছে উত্তেজনা

তাইওয়ানের চারপাশে সোমবার (১৪ অক্টোবর) থেকে সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের চারপাশে সোমবার (১৪ অক্টোবর) থেকে  সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ।

বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

চীনের দাবি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করায় তাদের সতর্ক করে করতেই এই মহড়া। তবে তাইওয়ানের দাবি এমন সামরিক মহড়ার মাধ্যমে চীন দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে।

চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বেইজিং বলেছে, নতুন এই সামরিক মহড়ার উদ্দেশ্য-তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ বাহিনীকে কড়া সতর্কবার্তা দেয়া।

চীন আরও বলেছে, এই মহড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার জন্য একটি বৈধ ও প্রয়োজনীয় অভিযান।

স্বশাসিত তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগ করার বিষয়টি বেইজিং উড়িয়ে দেয়নি। গত দুই বছরের মধ্যে তাইওয়ান ঘিরে চীন চতুর্থবারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে।

তাইওয়ান হল চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক রাষ্ট্র। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে ভাষণ দেয়ার সময় বলেন চীন যদি তাইওয়ান নিয়ে নেয়ার চেষ্টা করে, তাহলে বাধা দেয়া হবে।

তার এমন বক্তব্যের পর থেকে চীন বেশ কড়া মনোভাব পোষণ করে।

চলতি বছরের মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন লাই চিং-তে। চীনের ব্যাপারে তিনি তাঁর পূর্বসূরি সাই ইং-ওয়েনের চেয়ে বেশি স্পষ্ট ভাষায় কথা বলেন। বিশেষ করে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে।

লাই চিং-তের এমন অবস্থানে চীন ভীষণ ক্ষুব্ধ। তাঁকে একজন ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করে আসছে বেইজিং।

চীনের দাবি তারা 'সোর্ড ২০২৪বি' নামের এই মহড়ার মাধ্যমে তাদের, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান চালানোর সক্ষমতা যাচাই করছে।

তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এই মহড়া অযৌক্তিক এবং উসকানিমূলক। তাইপে বলেছে, মহড়ার জবাব দিতে তারা ইতিমধ্যে ‘উপযুক্ত বাহিনী’ পাঠিয়েছে।

চীন এভাবে আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব নষ্ট করছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

সামরিক মহড়ায় যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে। তাইওয়ান জানিয়েছে, তারা অন্তত ২৫টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধ জাহাজ ও চারটি অন্য ধরনের জাহাজ শনাক্ত করেছে।

তাইওয়ানের চারদিকে অন্তত নয়টি স্থানে এই মহড়া চলছে। তাইওয়ানের ওপরে হামলার একটি মহড়াও সেখানে করা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ জার্নাল/এসবিটি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/277564/তাইওয়ান-ঘিরে-চীনের-সামরিক-মহড়ায়-বাড়ছে-উত্তেজনা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.