Type Here to Get Search Results !

পরিবর্তন আসছে ৫, ১০ ও ২০ টাকার নোটে

পরিবর্তন আসছে ৫, ১০ ও ২০ টাকার নোটে

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

  তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

  খুব শিগগিরই চলতি বছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।   এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।  

বাংলাদেশ জার্নাল/এসবিটি  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/274780/পরিবর্তন-আসছে-৫-১০-ও-২০-টাকার-নোটে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.