Type Here to Get Search Results !

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।  আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

খেলা

ক্রীড়া ডেস্ক

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। 

আইসিসির আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তবে এবার ভিন্ন আঙ্গিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ভিডিও

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বেলা সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল বিসিবি। নির্দিষ্ট সময়েই বিসিবির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বিসিবির নারী উইংয়ের হেড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানান, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা এবার দল ঘোষণা করবেন। 

এরপর প্রবাসী বাংলাদেশীরাই বিশ্বকাপের স্কোয়াডে থাকা নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। আইসিসির এ টুর্নামেন্টে বাঘিনীদের অধিনায়ক হিসেবে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। 

১৫ সদস্যের বিশ্বকাপ দলে চমক হিসেবে আছেন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই নারী ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে। 

 

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 

দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/275854/টি-টোয়েন্টি-নারী-বিশ্বকাপের-দল-ঘোষণা-বাংলাদেশের

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.