Type Here to Get Search Results !

২৫ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

২৫ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

২৫ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গাজীপুরের কালিয়াকৈরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ। 

বাংলাদেশ

প্রতিনিধি

২৫ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গাজীপুরের কালিয়াকৈরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ। 

বুধবার সকাল ৮টার পর থেকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করে। 

আন্দোলনকারীরা চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ে এই আন্দোলনে অংশ নেন। এসময় বিক্ষোভের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি হচ্ছে চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখি) সমপরিমাণে প্রদান। এছাড়া তারা অভিযোগ করেছেন, বেশ কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন। 

তারা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও আওয়ামী লীগের ক্ষমতাকালে সরকার দলীয় মদদপুষ্ট অনেকেই নিয়োগ পেয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে। 

বেলা ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেনাবাহিনী ও শিল্প পুলিশ প্রশাসন শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করা হবে। 

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, ওই প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছেড়ে যাবে আশ্বাস দিয়েছে। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/274441/২৫-দফা-দাবিতে-শ্রমিকদের-বিক্ষোভ-মহাসড়ক-অবরোধ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.