Type Here to Get Search Results !

প্রশ্নফাঁসের ঘটনায় কেউ গ্রেফতার হলে যা করবে পিএসসি

প্রশ্নফাঁসের ঘটনায় কেউ গ্রেফতার হলে যা করবে পিএসসি

প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কেউ গ্রেফতার হলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের কেউ গ্রেফতার হলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিপিএসসির ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, প্রশ্নফাঁসে যার নামই আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তবে প্রশ্নফাঁস হয়েছে কিনা তদন্ত করে তার প্রমাণ করা হবে।

প্রশ্নফাঁস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের নিয়োগ পরীক্ষায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সে তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি প্রশ্নফাঁসের প্রমাণ হয় তাহলে ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা বাতিল তদন্ত কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিএসসির ছয় কর্মকর্তাসহ অন্তত ১৭ জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পিএসসি পরিচালিত পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে রোববার একটি তদন্ত প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪। প্রতিবেদনে বলা হয়, পিএসসির অন্তত দুইজন উপপরিচালক ও গাড়িচালক সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত।

গণমাধ্যমের প্রতিবেদনে গাড়িচালক আবেদ আলীর বিপুল সম্পদ থাকার বিষয়টিও তুলে ধরা হয়। তিনিসহ চক্রটি পিএসসির প্রশ্ন ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/271556/প্রশ্নফাঁসের-ঘটনায়-কেউ-গ্রেফতার-হলে-যা-করবে-পিএসসি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.