খুলছে অফিস, সূচিতে পরিবর্তন
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterকোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি অফিস।
বুধবার এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।
এদিকে, অফিস-আদালত খুলে দেয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
বাংলাদেশ জার্নাল/এফএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/272177/খুলছে-অফিস-সূচিতে-পরিবর্তন