Type Here to Get Search Results !

ঈদের পর প্রথম কর্মদিবস, সড়কে নেই বাড়তি চাপ

ঈদের পর প্রথম কর্মদিবস, সড়কে নেই বাড়তি চাপ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস খুলেছে আজ। তবে রাজধানীর সড়কগুলোতে বাড়তি চাপ নেই। বুধবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে সড়কগুলোতে কর্মময় দিনের মতো জটলা নেই। অফিস শুরুর দিকে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সেটি স্থায়ী হয়নি।

এদিন সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজি অটোরিকশার উপস্থিতি বেশি ছিল। কিছু গণপরিবহন চললেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমছে।

সরেজমিনে দেখা গেছে ধোলাইপাড়, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা। নগরজুড়ে এখনো চলছে ছুটির আমেজ।

যাত্রাবাড়ি-টঙ্গী রুটের বাস তুরাগ পরিবহনের হেলপার আনোয়ার বলেন, আজও মানুষের চাপ কম। যাত্রী পাইতাছি না। মনে করছিলাম আজকে অফিস শুরু, অনেক যাত্রী পামু। কিন্তু রাস্তায় তেমন মানুষই নাই। ওইরকম চাপ পড়ে নাই।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতে কিছুটা জটলা তৈরি হচ্ছে। বাইরে থেকে আসা পরিবহনগুলোর কারণে এসব জটলা তৈরি হচ্ছে। তবে সেটিও খুব বেশিক্ষণ থাকছে না।

বাংলাদেশ জর্নাল/এফএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/270210/ঈদের-পর-প্রথম-কর্মদিবস-সড়কে-নেই-বাড়তি-চাপ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.