Type Here to Get Search Results !

সরকার কোনো স্যাংশন-ভিসানীতির কেয়ার করে না: ওবায়দুল কাদের

সরকার কোনো স্যাংশন-ভিসানীতির কেয়ার করে না: ওবায়দুল কাদের

মার্কিন স্যাংশন, ভিসানীতি সরকার কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মার্কিন স্যাংশন, ভিসানীতি সরকার কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।

মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ওনাদের রুটিন আসা আসবে, যাবে।

তিনি বলেন, তারা (বিএনপি) কী করছে না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে-সেটা তো বলা মুশকিল। 

তিনি (ডোনাল্ড লু) একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন! তার প্রয়োজনে তিনি এসেছেন, তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেটা তারা করতে এসেছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’ বলেন সেতুমন্ত্রী।

নির্বাচনের আগে এসেছিলেন, তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি- এগুলো কেয়ার করি না।

রাজধানীতে চলমান রংচটা ও পুরোনো যানবাহন বন্ধ করা হবে কী না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগে গণপরিবহন আরও বাড়াতে হবে। এরআগে পুরোনো পরিবহন বাদ দেয়া সম্ভব নয়। 

সেতুমন্ত্রী বলেন, ‘ইলেক্ট্রিক বাসের কথা আমরা বিবেচনা করছি। ইলেক্ট্রিক যানবাহন উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের। ভারত বা চীন বুঝি না, যেখানে বেশি টেকসই গাড়ি পাওয়া যাবে সেখান থেকে গণপরিবহনের জন্য বাস আমদানি করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক-মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয়া সঠিক। আমরা এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করব এবং কঠোর হব।’

বাংলাদেশ জার্নাল/এসটিবি/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/268170/সরকার-কোনো-স্যাংশন-ভিসানীতির-কেয়ার-করে-না-ওবায়দুল-কাদের

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.