Type Here to Get Search Results !

হজযাত্রীদের বিমানে আগুন, অতঃপর...

হজযাত্রীদের বিমানে আগুন, অতঃপর...

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটিতে ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন কেবিনক্রু ছিল। তবে তাদের কেউই হতাহত হননি। 

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিষেবা সংস্থা গারুদার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমানটিতে ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন কেবিনক্রু ছিল। তবে তাদের কেউই হতাহত হননি। 

বুধবার (১৫ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঘটেছে এই ঘটনা। বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের বিমানটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানে আগুন লাগার ঘটনায় এক বিবৃতিতে গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা বলেন, বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র তাৎক্ষণিক বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।

জানা গেছে, ওই বিমানে ৪৫০ জন হজযাত্রী ছাড়াও ১৮ জন ক্রু ছিলেন। তবে তাদের কেউই হতাহত হননি। বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের পরই এটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশ জার্নাল/ওএফ  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/268261/হজযাত্রীদের-বিমানে-আগুন-অতঃপর...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.