Type Here to Get Search Results !

রুমায় থমথমে পরিস্থিতি, অভ্যন্তরীণ গাড়ি চলাচল বন্ধ

রুমায় থমথমে পরিস্থিতি, অভ্যন্তরীণ গাড়ি চলাচল বন্ধ

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল থেকে এ অবস্থায় অঞ্চলটিতে অভ্যন্তরীণ সকল যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ

প্রতিনিধি

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ রোববার (৭ এপ্রিল) সকাল থেকে এ অবস্থায় অঞ্চলটিতে অভ্যন্তরীণ সকল যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে বাজারের এক ব্যবসায়ী বলেন, রুমায় ব্যাংক হামলার ঘটনায় আতঙ্কে বাজার এলাকায় অধিকাংশ দোকান বন্ধ রয়েছে।

রুমা বাজার সমিতির কর্তব্যরত সদস্য জানান, বাজার এলাকায় জনগণের উপস্থিতি অনেকাংশে কম থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকে রুমার অভ্যন্তরীণ সকল যান চলাচলও বন্ধ রয়েছে। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও গুলির শব্দ শোনা যায়নি।

মালিক সমিতির লাইনম্যান মো. জাকির জানান, সকাল থেকে বান্দরবান-রুমায় গণপরিবহন চলাচল করলেও উপজেলার অভ্যন্তরীণ সকল প্রাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, বাজার এলাকায় আংশিক দোকান বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকার কথা।

বাংলাদেশ জার্নাল/ এমএম  

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/265960/রুমায়-থমথমে-পরিস্থিতি-অভ্যন্তরীণ-গাড়ি-চলাচল-বন্ধ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.