Type Here to Get Search Results !

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শুরুর আগে ইনজুরিতে লিটন দাস

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শুরুর আগে ইনজুরিতে লিটন দাস

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামী শুক্রবার (৩ মে) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। তবে সিরিজের আগে লিটন দাসকে দলে না পাবার শঙ্কা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটন দাস। তবে দলের ফিজিও কিছু না বললেও চোট গুরুতর হলে সিরিজ থেকে ছিটকে পড়তে পারেন লিটন দাস।  

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামী শুক্রবার (৩ মে) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। তবে সিরিজের আগে লিটন দাসকে দলে না পাবার শঙ্কা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটন দাস। তবে দলের ফিজিও কিছু না বললেও চোট গুরুতর হলে সিরিজ থেকে ছিটকে পড়তে পারেন লিটন দাস।  

এর আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্রিকেটাররা মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকেই অনুশীলনে আসেন। ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরের চোট পান লিটন দাস। তৎক্ষনাত মাটিতে লুটিয়ে পড়েন এই টাইগার ওপেনার। এরপর হেঁটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাসাজ দিতে থাকেন লিটনকে।

কিছুতেই কিছু না বুঝে লিটন এরপর ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন। এখন পর্যন্ত অবশ্য ডানহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। 

জাতীয় জার্সিতে একেবারেই ফর্মে নেই লিটন দাস। কম রানে আউট হয়ে হজম করছেন তীক্ষ্ম ভাষার সমালোচনা। এবার চোটের কারণে সিরিজ হাতছাড়া হলে অনেকটা দিন দলের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। 

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড

বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ/এসএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/267411/জিম্বাবুয়ের-সঙ্গে-সিরিজ-শুরুর-আগে-ইনজুরিতে-লিটন-দাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.