Type Here to Get Search Results !

বৃষ্টি ও কালবৈশাখীর খবর জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি ও কালবৈশাখীর খবর জানাল আবহাওয়া অফিস

পুরো এপ্রিল মাস জুড়েই ছিল তীব্র তাপদাহের দাপট। আর তাতে নাজেহাল হয়ে পড়েছিল মানুষ। এতো গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যাও্র অনেক। কবে মিলবে স্বস্তির বৃষ্টি, এই প্রার্থনায় সারাদেশে বিশেস নামাজ আর প্রার্থনায় বসেছে মানুষ। তবুও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। অবশেষে আবহাওয়া অফিস সুখবর দিল, আগামী মে ১ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় হতে পারে দমকা বাতাস, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও। তাই মে মাসের শুরুতেই সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

নিজস্ব প্রতিবেদক

পুরো এপ্রিল মাস জুড়েই ছিল তীব্র তাপদাহের দাপট। আর তাতে নাজেহাল হয়ে পড়েছিল মানুষ। এতো গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যাও্র অনেক। কবে মিলবে স্বস্তির বৃষ্টি, এই প্রার্থনায় সারাদেশে বিশেস নামাজ আর প্রার্থনায় বসেছে মানুষ। তবুও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। অবশেষে আবহাওয়া অফিস সুখবর দিল, আগামী মে ১ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় হতে পারে দমকা বাতাস, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও। তাই মে মাসের শুরুতেই সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরুর আগে ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়াও হতে পারে কালবৈশাখী ঝড়। শুরুতে এই ঝড়-বৃষ্টি ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে দেখা যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এদিকে গতকাল শনিবার (২৭ এপ্রিল) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, আগামী ২৪ ঘন্টায় রোবাবার (২৮ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এছাড়া সোমবার (২৯ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এছাড়া, আগামী ৫ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/এসএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/267253/বৃষ্টি-ও-কালবৈশাখীর-খবর-জানাল-আবহাওয়া-অফিস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.