Type Here to Get Search Results !

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার(২৫ মার্চ) দিবাগত রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বডার এলাকায় ৯২৩ নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

সীমান্তবাসী জানান, প্রতিদিনের মত সোমবার রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বডার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে একদল গরুর রাখাল। গরু নিয়ে ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে।

এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০/২৫ জন বাংলাদেশি তাদেরকে উদ্ধার করতে ভারতে প্রবেশ করে। লিটন পারভেজ লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে গুলি ছুড়ে বিএসএফ। বাকীরা পালিয়ে ফিরলেও সেই গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পুড়ে ছিলেন  লিটন পারভেজ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। কয়েক বছর আগেও এমন ভাবে পাচার করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন লিটন পারভেজ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছ বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/265004/লালমনিরহাটে-বিএসএফের-গুলিতে-বাংলাদেশি-যুবক-আহত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.